রবিবারই মাকে হারিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর এই অপূরণীয় ক্ষতির পর রাজ্যের প্রচুর মন্ত্রী বিধায়করা তাঁকে সমবেদনা জানাতে গিয়েছেন। তবে বিরোধীদের তরফে শুধুমাত্র রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়া সোমবার দুপুর পর্যন্ত কাউকে আসতে দেখা যায়নি। সোমবার বিকেলে আচমকাই পার্থবাবুর নাকতলার বাড়িতে হাজির হন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। এই প্রথম বিজেপির কোনও বিধায়ক দেখা করতে এলেন তৃণমূল মহাসচিবের সঙ্গে। এর আগে দুপুরে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
এদিন সাক্ষাৎপর্ব সেরে বেরিয়ে মনোজবাবু জানান, এটি সম্পূর্ণ সৌজন্যমূলক একটি সাক্ষাৎ ছিল। যেহেতু পার্থবাবু মাতৃহারা হয়েছেন, সেই কারণেই তাঁকে সমবেদনা জানাতে এসেছেন তিনি। যদিও মাদারিহাটের বিধায়ক তথা বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতকের এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু করেছে রাজনৈতিক মহল। কারণ, তিনি এমন একটা সময়ে এই সাক্ষাৎ করছেন যখন রাজ্যের একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও এই প্রসঙ্গে মনোজের ব্যাখ্যা, কে দল ছাড়ছেন বা থাকছেন সেটা এখানে আলোচ্য বিষয় নয়। তিনি সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই এসেছেন।
Be the first to comment