আজই দিল্লি যাচ্ছেন জগদীপ ধনখড়, ফিরবেন শুক্রবার

Spread the love

আজই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবনের তরফে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। ফিরবেন আগামী শুক্রবার বিকেলের পর। তবে তিনদিনের এই দিল্লি সফরের কারণ কী, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এমনিতে সোমবার রাজভবনে ধনখড়ের সঙ্গে দেখা করেছিলেন বিজেপির বিধায়করা। ছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের বারান্দায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তাঁদের বৈঠক হয়। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশ করেন বিজেপির প্রতিনিধিরা।

পরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‌নির্বাচন পরবর্তী রাজ্যের একাধিক জায়গায় অশান্তি হয়েছে। সেই জায়গাগুলিতে কেন মুখ্যমন্ত্রী গেলেন না? বাংলায় গণতন্ত্র নিঃশ্বাস নিতে পারছে না। পশ্চিমবঙ্গে হিংসার তাণ্ডবনৃত্য চলছে। আমি রাজ্য প্রশাসনকে আবার বলছি, নিরপেক্ষভাবে কাজ করুন। যা হচ্ছে, তা পৃথিবীর কোনও জায়গায় হয় না।’‌ পরে টুইটারেও সরব হন রাজ্যপাল। সেইসঙ্গে মনে করিয়ে দেন, অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও দলত্যাগ বিরোধী আইন বলবৎ রয়েছে।

সেই ঘটনার পরেরদিনই ধনখড়ের দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। একাংশের প্রশ্ন, তাহলে কি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ধনখড়? ৩৫৬ ধারা (রাষ্ট্রপতি শাসন) কার্যকরের দাবি জানাবেন? নাকি অন্য কোনও কাজে দিল্লিতে যাচ্ছেন রাজ্যপাল? রাজভবনের তরফে অবশ্য এখনও সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*