মতি নন্দী ও সুচিত্রা মিত্রের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপণ করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রখ্যাত লেখক তথা সাংবাদিক মতি নন্দীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন লেখক এবং সাংবাদিক মতি নন্দীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি।

প্রসঙ্গত, ১৯৩১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন বাঙালী লেখক মতি নন্দী। এছাড়াও আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন বিশিষ্ট এই সাংবাদিক। ২০০৮ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট পান তিনি। তাঁর উপন্যাসের উপর ভিত্তি করেই ১৯৮৬ সালে কোনি সিনেমাটি তৈরী হয়েছিল। যার মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

পাশাপাশি ৩ জানুয়ারি, বুধবার প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের মৃত্যুদিবস। এদিন তাঁর উদ্দেশ্যেও শ্রদ্ধাজ্ঞাপণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের মৃত্যুবার্ষিকীতে সম্মান জানাচ্ছি।

১৯২৪ সালের ১৯ সেপ্টেম্বর বিহারের গুজহান্ডিতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন তিনি। ১৯৭৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। ১৯৮৬ সালে পান সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরষ্কারও। এছাড়া বহু সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। ২০১১ সালের ত জানুয়ারি ৮৬ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় তাঁর।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*