‘‌বহু লোকের সঙ্গেই কথা হয়’, বিজেপি ভাঙনের বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুকুল রায়ের

Spread the love

এবার বিজেপিতে কী ভাঙন ধরাচ্ছেন মুকুল রায়?‌ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য–রাজনীতির অলিন্দে। মঙ্গলবার তিনি জানিয়েছেন, বিজেপির অনেকের সঙ্গেই তাঁর কথা হয় ৷ এখন তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। তাহলে কি নিয়ে কথা হয়?‌ এই প্রশ্ন যখন উঠছে তখন বিজেপিতে ভাঙনের জল্পনা বাড়িয়ে এই মন্তব্যই করলেন মুকুল রায় ৷ মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরনোর পর সাংবাদিকদের এই মন্তব্য করেন মুকুলবাবু ৷ যদিও মুকুল রায়ের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ৷

রবিবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগ হয়। আর আজ তাঁর সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে যান মুকুল রায়৷ তৃণমূল কংগ্রেসের মহাসচিবের বাড়ি থেকে মুকুল রায় যখন বেরোচ্ছেন, তখনই তাঁর কাছে জানতে চাওয়া হয়, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব বিজেপির বিধায়ক, নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না?‌ উত্তরে মুকুল রায় বলেন, ‘‌বহু লোকের সঙ্গেই কথা হয় কিন্তু এখনও পর্যন্ত কাদের সঙ্গে কথা হয়েছে তা তিনি খোলসা করেননি।

আজ অবশ্য মুকুল পুত্র শুভ্রাংশু জানিয়েছেন, কমপক্ষে ৩০ জন বিধায়ক যোগাযোগ করেছেন। তারপর থেকেই রাজ্য–রাজনীতিতে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। এবার তাতে ইন্ধন জোগালেন মুকুল রায় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, গত শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায় ৷ সূত্রের খবর, বিজেপির উত্তরবঙ্গের দুই সাংসদ–সহ বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে দলবদলের প্রস্তাব নিয়ে মুকুলের কথা হয়েছে ৷

তবে মুকুলের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‌উনি এতদিন দলে ছিলেন ৷ বিজেপির অনেকের সঙ্গেই তাঁর আলাপ আছে ৷ কথা বলতেই পারেন। কিন্তু তার সঙ্গে দলবদলের কোনও সম্পর্ক নেই ৷ বিজেপি সংঘবদ্ধভাবেই তৃণমূল কংগ্রেসের গঠনমূলক বিরোধিতা করবে ৷’‌ তবে ভাঙন আতঙ্ক যথেষ্টই গ্রাস করেছে গেরুয়া শিবিরকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*