রাজ্যপালের অভিযোগ মনগড়া, রাজভবনকে পাল্টা দিল স্বরাষ্ট্র দফতর

Spread the love

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক তোপ দেগে মঙ্গলবারই একটি বিস্ফোরক চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। কয়েক ঘণ্টার মধ্যেই এল পালটা জবাব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জবাব দেননি, জবাব দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর অধীনেই। ফলে এ জবাব যে পরোক্ষে তাঁরই, সেটা ধরে নেওয়াই যায়।

এদিন রাজ্যপালের চিঠির উত্তরে পালটা টুইট করে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে লেখা হয়েছে, “মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি টুইট করে প্রকাশ্যে এনেছেন রাজ্যপাল। তাঁর এই ভূমিকায় রীতিমতো হতাশ এবং বিস্মিত রাজ্য সরকার।” স্বরাষ্ট্র দফতরের দাবি, “রাজ্যপালের চিঠির সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। রাজ্যপাল যেসব অভিযোগ করেছেন তার সঙ্গে সত্যের কোনও লেনদেন নেই।” রাজ্যের সাফ বক্তব্য, “রাজ্যপাল নিজের চিঠিতে যে সমস্ত অভিযোগ তুলেছেন তা মনগড়া।”

পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের টুইটে আরও লেখা হয়েছে, “যে সময় ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলি ঘটেছিল সেই সময় রাজ্য সরকারের অধীনে আইনশৃঙ্খলা ছিল না। নির্বাচন কমিশন গোটা আইনশৃঙ্খলা ব্যবস্থার দেখভাল করছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় রাজ্য সরকার সর্বদাই বদ্ধপরিকর।”

দেখুন রাজ্যপালের টুইট

https://twitter.com/jdhankhar1/status/1404755113508413440
https://twitter.com/jdhankhar1/status/1404754983342395396

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*