রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে জাহান্নামে পাঠাতে চলেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশনঃ নির্মল মাজি

Spread the love

নতুন মেডিক্যাল বিল এবং মেডিক্যাল কমিশন আনার কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করলেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডাঃ নির্মল মাজি। তিনি এর সমালোচনা করে বলেন, এর ফলে কোয়াক ডাক্তার, জাল ডাক্তার বেড়ে যাবে। যার ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবেন গ্রামের গরীব-সাধারণ মানুষ। শুধু গ্রামের মানুষই এর ফলে সমস্যায় পড়বেন তা নয়, এক তৃতীয় শ্রেনীর স্বাস্থ্য ব্যবস্থা চালু হবে সারাদেশ জুড়ে। স্বাস্থ্য ব্যবস্থা চলে যাবে বানিয়া, শিল্পপতি, ঠিকাদার, ব্যবসাদারদের কাছে। তাঁরাই তৈরী করবেন বেসরকারী মেডিক্যাল কলেজ। এইসব কলেজে টাকার বিনিময়ে ভর্তি হবে অযোগ্য ছাত্রছাত্রীরা। ফ্যাকাল্টি স্টাফরাও কম যোগ্যতা সম্পন্ন হবেন। এইভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে জাহান্নামে পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার।

এই কমিশনে ডাক্তার প্রতিনিধি থাকবেন মাত্র ১৫ শতাংশ, বাকীরা সবাই কেন্দ্রীয় সরকারের তোষামোদকারী। বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। তার ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের সিদ্ধান্তগুলির মধ্যে। ক্রমশ চিকিৎসাব্যবস্থার মানকে নামিয়ে একধরনের অবৈজ্ঞানিক, বেআইনি, অযোগ্য চিকিৎসক তৈরীর প্রক্রিয়া চলছে। এটা শুধু চিকিৎসা ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে তা নয়, গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করছে। তাই পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি এর তীব্র প্রতিবাদ করেন। পাশাপাশি এই কালা বিল এবং কমিশন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখছেন তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*