চলতি সপ্তাহেই কি ঘোষণা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া?

Spread the love

ঘোষণামতো সাতদিনের মধ্যে জানানো হয়নি। তবে একটি মহলের দাবি, কীভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হবে, তা চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তুত আছে বলেও দাবি করা হয়েছে।

গত ৭ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিল করে দেয় রাজ্য সরকার। সাতদিনের মধ্যে চূড়ান্ত মূল্যায়ন প্রক্রিয়ার ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা হয়নি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করছে পর্ষদ, সংসদ এবং শিক্ষা দফতর। দু’একদিনের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমি চাই, পড়ুয়ারা যাতে বিপদে না পড়ে, তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়।’ সঙ্গে তিনি যোগ করেন, পড়ুয়াদের যাতে কোনওরকম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে না হয়, তা নিশ্চিত করার জন্য শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

তারইমধ্যে একটি মহলের তরফে দাবি করা হয়, উচ্চ মাধ্যমিক গত বৃহস্পতিবার সংসদের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট হয়নি রাজ্য। নয়া প্রস্তাব নিয়ে ফের রিপোর্ট দিতে বলা হয় সংসদকে। এমনিতে সূত্রের তরফে দাবি করা হচ্ছিল, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্র্যাক্টিক্যাল (ল্যাবরেটরি-ভিত্তিক বিষয়ের ক্ষেত্রে ৩০ নম্বর) এবং প্রোজেক্ট (ল্যাবরেটরি-ভিত্তিক বিষয় না হলে ২০ নম্বরের) মিলিয়ে স্কুল থেকে যে নম্বর জমা দেওয়া হয়, তাতে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। ওই মহলের দাবি, উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল বা প্রোজেক্টের প্রাপ্ত নম্বরের পাশাপাশি মাধ্যমিকের নম্বরও গুরুত্ব দেওয়া হতে পারে।

অন্যদিকে সূত্রের খবর, মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। তবে গুরুত্ব নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলে গুরুত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে কিছুটা হেরফের হয়েছে। বিভিন্ন মহলের বক্তব্য যে মাধ্যমিক পরীক্ষায় এখন নবম শ্রেণির পাঠ্যক্রম থাকে না। দুটি পরীক্ষাকে একই মাপকাঠিতে ফেলা যায় না। মাধ্যমিকের জন্য সাধারণ পড়ুয়ারা আরও বেশি প্রস্তুতি নেয়।

ফলে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অগ্রাধিকার দিলে মূল্যায়ন পদ্ধতিতে ফাঁক থেকে যাবে। আবার দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নে অগ্রাধিকার দেওয়ার পক্ষেও মত দেয়নি সংশ্লিষ্ট মহল। বিশেষত করোনাভাইরাসের দাপটে এবার মূলত অনলাইনেই হয়েছে সেই মূল্যায়ন। সেই পরিস্থিতিতে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কিছুটা বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেইসঙ্গে বিশেষ নিয়মে দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর যোগ করা হবে। তার ভিত্তিতে মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*