২০১৭ সালে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যানস বিশেষ করে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে মানে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ছিলো। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতা থেকে শুরু করে বছরের শেষ দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে ভারত তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং ব্যাট হাতে প্রচুর রান করেছেন আর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তবে, সবকিছুই ছিলো ঘরের মাঠে মানে দেশের মাটিতে। অধিনায়ক কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদেশে তাঁর প্রথম কঠিন দায়িত্বের সম্মুখীন হতে যাচ্ছেন। ভারত দক্ষিণ আফ্রিকায় এখনো পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি এবং কোহলি এটিকে পরিবর্তন করতে চায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় বোলিং এই মুহূর্তে সেরা বলেই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। পেস ও স্পিন দুই বিভাগেই সেরা পারফরমার রয়েছে এই ভারতীয় দলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যানস যাই হোক না কেন, বেশ কিছু বোলারের স্বপ্নের স্পেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে জিতিয়েছে। সেই সব পারফরম্যানসের মধ্যে থেকে সেরা ৫টি বোলিং পারফরম্যানস পাঠকদের সামনে নিয়ে আসা হলোঃ
১। জাহির খান (৪/৮৮, জোহানেসবার্গ, ২০১৩)
দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জোহানেসবার্গে ছিল। একটি দুর্দান্ত ম্যাচ হয়েছিলো। দুই দলের ক্রিকেটাররা টান টান উত্তেজনার মাধ্যমে ম্যাচটি শেষ করেছিল। এই ম্যাচে উজ্জ্বল পারফরম্যানস প্রথম ইনিংসে ভারতীয় পেসার জাহির খানের দুর্দান্ত স্পেল ৪/৮৮।
ভারত প্রথম ইনিংসে ২৮০ রান সংগ্রহ করে। কোহলির ১১৯ রান ছাড়া আর প্রথম ইনিংসে আর কোনও ব্যাটসম্যানই পঞ্চাশের কোটায় পৌঁছতে পারেননি। এত অল্প রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে গেলে ভাল বোলিংয়ের প্রয়োজন ।
দক্ষিণ আফ্রিকার ইনিংস ২৪৪ রানে শেষ হয়, যার পেছনে রয়েছে জাহির খানের দুর্দান্ত বোলিং। তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ ও ভারনন ফিল্যান্ডার এর গুরুত্বপূর্ণ উইকেট নেন। ডু প্লেসিস ও মরনে মরকেল তাঁর অন্য দুই শিকার। তবে দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র এক উইকেট লাভ করতে সক্ষম হন। এই টেস্ট ম্যাচটি ড্র হয়।
================================================================================
২। রবীন্দ্র জাদেজা (৬/১৩৮, ডারবান, ২০১৩)
ভারত ১০ উইকেটে এই ম্যাচে হেরে গিয়েছিলো কিন্তু স্পিনার রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে একমাত্র উজ্জ্বল ছিলেন এই টেস্টে। প্রথম ইনিংসে মুরলি বিজয় ৯৭, চেতেশ্বর পূজারা ৭০ এবং আজিঙ্কা রাহানের ৫১* রানের সাথে ভারত ৩৩৪ রান করেছিলো। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৫০০ রানের বিশাল ইনিংস গড়ে। তারা আরও বেশি রান করতে পারত কিন্তু জাদেজার বোলিং এর জন্য তা করতে পারেনি। আলভিরো পিটারসেন ৬২, গ্রায়েম স্মিথ ৪৭), জ্যাক ক্যালিস ১১৫ ও এবি ডি ভিলিয়ার্স ৭৪ রান করে। তবে দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে ২২৩ রানের বেশি করতে পারেনি। দক্ষিণ আফ্রিকা ১১.৪ ওভারে মাত্র ৫৮ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করে জিতে যায়।
==============================================================================
৩. রবিচন্দ্রন অশ্বিন (৮/৯০) এবং রবীন্দ্র জাদেজা (৮/৭৬) (মোহালি, ২০১৫)
২০১৩ সালে সিরিজ হারের পর ভারতে ৪টি টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা আসে। প্রথম টেস্টেই উভয় দলের বোলারের তরফ থেকে দুর্দান্ত বোলিং দেখা গিয়েছিল। বিশেষ করে ভারতীয় স্পিনার অশ্বিন ও রবীন্দ্র জাদেজা এর স্পিন বোলিংয়ে কম-স্কোরিং টেস্টে প্রোটিয়াদের ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করেছিলো। ভারতীয় ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হলে, এই দুজনই ত্রাতা হয়ে ওঠেন ভারতের হয়ে। দুজনে ১৬ উইকেট নিয়ে ১০৮ রানে জয় লাভ করেন দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে। ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার সকলে ১০৯ রানে আউট হয়ে যান।
================================================================================
৪. রবিচন্দ্রন অশ্বিন (৫/৩২ এবং ৭/৬৬) (নাগপুর, ২০১৫)
নাগপুরের এই টেস্টেও অশ্বিন তার দুর্দান্ত ফর্ম বজায় রেখে যান। আর একটি কম-স্কোরিং ম্যাচ হয়েছিলো এই নাগপুরে। এই মাঠটি ছিলো স্পিনারদের স্বর্গ। অশ্বিনের সৌজন্যে মাত্র ৭৯ রানে প্রোটিয়ারা বান্ডিল হয়ে গিয়েছিলো। আটজন ব্যাটসম্যান দুই- অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেননি।
ভারত এই ম্যাচেও ব্যাটিংয়ে ভাল পারফরম্যান্স করেতে পারেনি, কিন্তু যখন অশ্বিনের বোলিং এতটাই ভালো হয়েছিলো যে ব্যাটিং নিয়ে ভারতীয় দলকে ভাবতে হয়নি। অশ্বিনকে রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্র উভয়েই সহায়তা করেছিলেন, ভারত এই ম্যাচটি জিতে গিয়েছিলো।
================================================================================
৫. রবীন্দ্র জাদেজা (৫/৩০ এবং ২/ ২৬), (দিল্লী, ২০১৫)
এই টেস্টে জয়লাভ করে ভারত ৩-০ সিরিজে জয়ী হয়। জাদেজা এই ম্যাচেও সফল বোলারদের মধ্যে ছিলেন। নিয়মিত বিরতিতে উইকেট নেন তিনি। তিনি ডি ভিলিয়ার্স ও ডু প্লেসিসকে ফেরত পাঠান, তবে, উভয় ব্যাটসম্যানই জাদেজাকে খেলতে পারেননি। দুই ইনিংসেই জাদেজা উইকেট নিয়ে ভারতকে জিততে সাহায্য করেছিলো। ভারতের বিশাল ৪৮১ রানের জবাবে জাদেজার দাপটে দক্ষিণ আফ্রিকা দল মাথা তুলে দাঁড়াতে পারেনি।
ফাইল ছবি
Be the first to comment