করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ এককথায় নিম্নমুখী।
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৮৭জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৬৯।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ৯২১ জন বেড়েছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৭৩ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৫ হাজার ৬৭১ টি নমুনা পরীক্ষা হয়েছে।
Be the first to comment