করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে রাশ টানতে গোটা রাজ্য জুড়েই চলছে কড়া বিধিনিষেধ। একাধিক জেলায় সংক্রমণ কমলেও এখনও করোনা শিখরে রয়েছে উত্তর ২৪ পরগনা। আর এই পরিস্থিতি মোকাবিলায় এবার সাত দিনের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করল ব্যারাকপুর প্রশাসন। আগামী সাতদিনের জন্য ব্যারাকপুর পুরসভা এলাকার সব বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কার্যত ‘লকডাউন’ চলবে ব্যারাকপুরে।
ব্যারাকাপুর এলাকায় প্রতিদিনই প্রায় ৯০ থেকে ১০০ জন করে গড়ে করোনায় আক্রান্তের খবর মিলছে। এই সংখ্যা শূন্যে নামাতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে জানিয়েছেন ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গেই সর্বত্রই একটা করোনা আতঙ্ক রয়েছে। অনেক অঞ্চলেই একবারে শূন্যে নেমে এসেছে করোনা সংক্রমণ। কিন্তু, উত্তর ২৪ পরগনা এখনও সংক্রমণের শীর্ষে। অর্ধেক সংক্রমণের খবর মিলছে ব্যারাকপুর সাব ডিভিশনেই। এটা অত্যন্ত উদ্বেগের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাজার থেকেই মূলত সংক্রমণ ছড়াচ্ছে। আর তাই আমরা বাজারগুলিকে বন্ধ করে করোনা সংক্রমণের হ্রাস টানার প্রয়াস নিয়েছি।’ আগামী তিনদিন এ নিয়ে ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে প্রচার চালানো হবে জানিয়েছেন তিনি। তবে সাতদিন টানা বাজার বন্ধ থাকায় পাড়ায় পাড়ায় ভ্যানে করে সবজি পৌঁছনোর ব্যবস্থার কথাও জানিয়েছেন পুর প্রশাসক।
পুর প্রশাসক জানাচ্ছেন এই নির্দেশ মেনে চলবেন এলাকার সমস্ত বাজারের ব্যবসায়ীরা। কী বলছেন বিক্রেতারা? ব্যবসায় ক্ষতি হলেও করোনা মোকাবিলায় এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন তাঁরা। সকলেই জানাচ্ছেন আগে জীবন তারপর বাজার।
Be the first to comment