আত্মহত্যার চেষ্টা করলেন ‘বাবা কা ধাবা’-এর মালিক কান্তা প্রসাদ। ইউ টিউবে রাতারাতি বিখ্যাত হয়েছিল এই ধাবা মালিক। কেন হঠাৎ তিনি আত্মহত্যা করার চেষ্টা করলেন, তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ‘বাবা কা ধাবা’-এর মালিক কান্তা প্রসাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ সফদরজঙ হাসপাতালের তরফ জানানো হয়, সেখানে ভর্তি রয়েছেন কান্তা প্রসাদ। ৮১ বছরের এই প্রবীণ মদ এবং ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর ছেলে কিরণ জানান, আর্থিক অনটনের কারণেই এই পদক্ষেপ নিয়েছেন তাঁর বাবা।
প্রসঙ্গত, ২০২০ সালে লকডাউনের সময় ‘বাবা কা ধাবা’-র মালিক কান্তা প্রসাদ এবং বাদামি দেবীর কথা তুলে ধরেন ইউটিউবার গৌরব ওয়াসান। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে ওঠেন তাঁরা। তাঁদের আর্থির দুর্দশার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন বহু মানুষ।
এরই মধ্যে একটি নতুন রেস্তোরাঁ খোলেন তাঁরা। এই রেস্তোরাঁটি খুলতে খরচ হয় পাঁচ লাখ টাকা। কিন্তু সেই রেস্তোরাঁটিও বন্ধ হয়ে যায় লোক সমাগমের অভাবে। এরই মধ্যে গৌরব ওয়াসানের সঙ্গে মতবিরোধ বাধে কান্তা প্রসাদের। তাঁরা অভিযোগ আনেন, তাঁদের টাকা চুরি করেছেন গৌরব। পরে অবশ্য সে জন্য ক্ষমাও চান কান্তা এবং তাঁর স্ত্রী।
Be the first to comment