বৃষ্টিতে ভেস্তে গেলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমদিনের খেলা

Spread the love

বৃষ্টির কারণে ভেস্তে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা। শুক্রবার টস পর্যন্ত করা সম্ভব হয়নি। ইতিপূর্বে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আরও একবার মাঠ পরিদর্শন করা হবে। তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে আদৌ আজ আর খেলা শুরু করা হবে কি না। কিন্তু, শেষপর্যন্ত প্রথম দিনের খেলা ভেস্তে যায়।

এদিন বৃষ্টি থামলেও সংশয় কিছুতেই কাটছিল না। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার একটুও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছিল না। উইকেট থেকে কভার এখনও সরানো না হলেও সুপার সপারের সাহায্যে আউট ফিল্ডের জল শুকোনোর চেষ্টা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

এদিকে মাঠে খেলা দেখতে এসেছিলেন বেশকিছু দর্শক। আকাশের এই অবস্থা দেখে তাঁরাও যে বেশ হতাশ। প্রকৃতির কাছে সকলে যে কতটা অসহায়, সেটা আজ আরও একবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাঁদের চোখেমুখে রাগ দেখতে পাওয়া গেলেও, হাতে কিছুই করার ছিল না। বৃষ্টি শেষ হওয়ার পরই মাঠকর্মীরা জল সরাতে শুরু করবেন। সেটাও যে কতক্ষণে সম্পূর্ণ হবে, তা নিয়ে কোনও সঠিক তথ্য কেউ দিতে পারছিলেন না। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*