মিলখা সিংয়ের জীবনাবসান; শোকজ্ঞাপন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

প্রয়াত হলেন মিলখা সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। করোনা সংক্রমণের পর তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শুক্রবার দুপুর থেকেই অবস্থার অবনতি হয় উড়ন্ত শিখের। চলতি সপ্তাহের শুরুতেই করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রীও। আর শুক্রবার চলে গেলেন মিলখা। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তাঁকে চণ্ডীগড়ের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছে, জ্বর বাড়ার পাশাপাশি তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ব্যাপকহারে কমে যায়। কয়েকদিন আগেই তিনি অবশ্য করোনা যুদ্ধে জয়লাভ করেছিলেন।

গত ১৩ জুন মারা গিয়েছিলেন মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর। কোভিডে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন। অন্যদিকে ৯১ বছর বয়সি মিলখা সিংও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁকেও মোহালির ওই একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মিলখার স্বাস্থ্যের উন্নতি হলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে আরও চিকিৎসার জন্য নির্মলকে হাসপাতালেই রাখা হয়েছিল। তাঁদের ছেলে তথা ভারতের কিংবদন্তী গল্ফার জীব মিলখা সিং এবং তাঁর বোন মোনা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মিলখা সিংয়ের প্রয়ানে শোকপ্রকাশ করেছেন।

শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এশিয়ান গেমসে ৪টি সোনা জয়ের কীর্তি ছিল মিলখা। ভারতীয় খেলাধূলার  কিংবদন্তীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুনিয়া। ইতালির রাজধানীতে গড়ে ওঠা মিলখার সময় ৩৮ বছর ধরে জাতীয় রেকর্ড হিসেবে অক্ষুণ্ণ ছিল। তবে ১৯৯৮ সালে পরমজীত সিং এই রেকর্ড ভেঙে দেন। ১৯৫৬ এবং ১৯৬৪ সালে তিনি অলিম্পিক টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। ১৯৫৯ সালে পদ্মশ্রী পুরস্কারেও তাঁকে সম্মানিত করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*