অবশেষে রাজ্য বিজেপি নেতৃত্বে আবেদন পূরণ হতে চলেছে। ভোটে ভরাডুবির পর থেকে তাঁদের একটাই ইচ্ছে, দিল্লির শীর্ষ নেতাদের সামনে বসিয়ে তাঁরা শোনাবেন, বাংলায় বিজেপির নির্বাচনী বিপর্যয়ের কারণগুলির লম্বা ফিরিস্তি! সশরীরে না-হলেও ভার্চুয়ালি রাজ্য বিজেপি নেতাদের মুখোমুখি হবেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।
২৯ জুন রাজ্য বিজেপির কার্যকরণী বৈঠক ডাকা হয়েছে। হেস্টিংসের নির্বাচনী দপ্তরে এই বৈঠক হবে। দূরের জেলার নেতারা ভার্চুয়ালি অংশ নেবেন। রাজ্য এবং জেলা মিলিয়ে প্রায় তিনশো বিজেপি নেতা-নেত্রীর বৈঠকে অংশ নেওয়ার কথা। বিধানসভা ভোটে হারার পরে এই প্রথম বিজেপির কার্যকরণী বৈঠক হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে বৈঠকে দিল্লি থেকে ভার্চুয়ালি অংশ নেবেন নাড্ডা। এ ছাড়াও কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেননরা তো থাকবেনই।
Be the first to comment