পত্র যুদ্ধ জারি, ধর্মেন্দ্র প্রধানকে ফের চিঠি অমিত মিত্রের

Spread the love

দুর্গাপুর এবং বার্নপুরে সেইল কারখানা থেকে অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল বিভাগ বন্ধ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার । পাশাপাশি বাংলা থেকে একের পর এক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার সদর দফতর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ বিজেপি সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির তীব্র প্রতিবাদ জানান তিনি ।

চলতি সপ্তাহে পরপর দু’বার চিঠি দেওয়ার পর, শুক্রবার ফের একবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়ে কেন্দ্রীয় নীতির সমালোচনা করেন অমিত মিত্র । ‌প্রসঙ্গত, ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলা থেকে একের পর এক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির সদর দফতর দিল্লি বা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হিন্দুস্থান স্টিল ওয়ার্কস কনস্ট্রাকশন লিমিটেডের কলকাতা সদর দফতর, কোল ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা, এসবিআই-এর কলকাতার সেন্ট্রাল একাউন্টস হাব, ইউবিআই এর পূর্বাঞ্চল শাখা, টি-বোর্ডের রিজিওনাল ব্রাঞ্চ, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, দামোদর ভ্যালি কর্পোরেশনের পূর্বাঞ্চল শাখাগুলিকে একে একে বাংলা থেকে সরিয়ে দিল্লি বা অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া চিঠিতে অমিত মিত্র উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে ৷ প্রতিহিংসার বশে একের পর এক বাংলা বিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । অন্যদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বাংলার অর্থমন্ত্রী মনে করিয়ে দেন, দেশে করোনা পরিস্থিতিতে যদি দুর্গাপুর ও বার্নপুরের ইস্পাত কারখানা গুলিতে কাঁচামাল বিভাগ বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিপুল পরিমাণ শ্রমিকের জীবন অনিশ্চয়তার মধ্যে চলে যাবে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*