আগামী ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের ফলাফল। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনই খবর মিলেছে। জি ২৪ ঘণ্টায় সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৭ জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়া ঘোষণা করে সংসদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক, একাদশ এবং দ্বাদশ শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বর যোগ করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি করা হবে।
সেইমতো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিকে (২০১৯ সালে মাধ্যমিক দিয়েছে বেশিরভাগ পড়ুয়া) যে চারটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, সেগুলির ৪০ শতাংশ ধরবে সংসদ। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় (লিখিত বা থিওরি) প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ ধরা হবে। আর দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল (ল্যাবরেটরি-ভিত্তিক বিষয়ের ক্ষেত্রে ৩০ নম্বর) বা প্রোজেক্ট (ল্যাবরেটরি-ভিত্তিক বিষয় না হলে ২০ নম্বরের) মিলিয়ে স্কুল থেকে যে নম্বর জমা দেওয়া হয়, তা যোগ করে মূল্যায়ন করা হবে।
তবে সংশ্লিষ্ট মহলের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে সিবিএসই বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়েছিল রাজ্য। বৃহস্পতিবারই কেন্দ্রীয় বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া জানানো হয়। পাশাপাশি জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। সেইমতো সংসদও জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগে নির্দেশ দিয়েছিলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সর্বভারতীয় দিকটি বিবেচনা করতে হবে।
Be the first to comment