দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত । তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে ভূখণ্ডে । এছাড়াও উত্তরপ্রদেশের উপর রয়েছে একটি নিম্নচাপ । রাজস্থান থেকে ঝাড়খণ্ডে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা । এই দুইয়ের প্রভাবেই বঙ্গ জুড়ে চলছে টানা বৃষ্টি ।
কলকাতায় সকাল থেকে আকাশ মেঘলা ৷ চলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ৷ রাজ্যের অন্যান্য জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস ৷
আলিপুর আবহাওয়া দফতর সৃত্রে খবর, আগামীকাল থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে । তবে আগামী সপ্তাহেও রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আকাশ মেঘলা থাকার পাশাপাশি আজ রাজ্যের সব জেলাতেই বৃষ্টি চলবে । দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সর্তকতা ৷
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা ৷ মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে শহর থেকে শহরতলিতে । টানা বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই কম রয়েছে । প্রায় ন’দিন হল রাজ্যে বর্ষা প্রবেশ করেছে ৷ এর মধ্যেই দক্ষিণবঙ্গে ১০৬% বৃষ্টিপাত হয়েছে ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার । নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
Be the first to comment