রাষ্ট্রপতির দিকে পা তোলা রাজ্যপালের, টুইট-বাণে শ্রদ্ধার পাঠ শেখালেন কুণাল

Spread the love

বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ দিন কয়েক আগেই তাঁর দিল্লি সফরের প্রধান কারণও এটাই ছিল বলে সূত্রের দাবি ৷ তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তাঁর হাতে রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি নোটও তুলে দেন বলে খবর ৷ সেই সাক্ষাতেরই ছবি পোস্ট করেছিলেন রাজ্যপাল ৷ এ বার সেই ছবিকে টেনে টুইট-যুদ্ধে অভ্যস্ত ধনকড়ের বিরুদ্ধে একই অস্ত্রে আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রাজ্যপালের স্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যপালকে শ্রদ্ধা ও রীতিনীতির পাঠও শিখিয়েছেন তিনি ৷

রবিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সাক্ষাতের ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ ৷ সেই ছবিতে রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকড়কে দেখা যাচ্ছে ৷ এই নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা ৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে আলোচনার সময়ে সেখানে রাজ্যপালের স্ত্রী কেন বসে রয়েছেন, সেই প্রশ্ন তোলেন তিনি ৷ পাশাপাশি ছবিটিতে দেখা যাচ্ছ, রাজ্যপাল ধনকড় পায়ের উপর পা তুলে বসায়, তাঁর একটি পা রাষ্ট্রপতির দিকে তোলা রয়েছে ৷ রাষ্ট্রপতির সামনে এমন আচরণ তাঁকে অসম্মান ও অশ্রদ্ধা করারই সামিল বলে ইঙ্গিত করেছেন কুণাল ৷

টুইটের ক্যাপশনে তৃণমূল মুখপাত্র লিখেছেন, “পশ্চিমবঙ্গ নিয়ে ‘সপরিবার’ আলোচনা !! নেমতন্ন নাকি ? তাও আবার মহামহিমের দিকে পা তুলে ? শ্রদ্ধা, সম্মানের ঐতিহ্য, রীতিনীতিটা অন্তত মনে রাখুন ।” টুইটটি রাজ্যপাল ও রাষ্ট্রপতি ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করা হয়েছে ৷

দিল্লি সফরে গিয়ে দফায় দফায় অনেকের সঙ্গেই দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন তিনি ৷ পাশাপাশি লোকসভার অধ্যক্ষ, বেশ কয়েকজন মন্ত্রী ও জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন তিনি ৷ বিশেষ সূত্রে খবর, দিল্লি সফরে গিয়ে প্রায় সবার কাছেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল ধনকড় ৷ ভোট পরবর্তী হিংসায় রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁর ৷ সূত্রের দাবি, প্রয়োজনে রাষ্ট্রপতি যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করেন, সেই আর্জিও জানিয়েছেন রাজ্যপাল ৷ তবে তিনি নিজে বলেছেন এই সাক্ষাৎ নেহাতই সৌজন্যের ছিল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*