এবার সপ্তাহখানেকের জন্য উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট করে নিজেই তাঁর সফরের বিষয়ে জানিয়েছেন রাজ্যপাল। যদিও কী কারণে সোমবার থেকে তিনি এই সফরে যাবেন, তা স্পষ্ট করেননি।
রবিবার বিকেলে একটি টুইটে রাজ্যপাল লেখেন, এক সপ্তাহের জন্য তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। সঙ্গে তাঁর সংযোজন, আগামিকাল দুপুর ১ টা ৪০-এ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। এরপর কার্শিয়ং হয়ে দার্জিলিঙে যাবেন রাজ্যপাল। তাঁর আচমকা সফরের কারণ কী, তা আগামিকাল জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এক সপ্তাহের জন্যও বা তিনি কেন যাচ্ছেন, সেটাও স্পষ্ট হতে পারে।
যদিও যে সময়ে তিনি এই সফরে যাচ্ছেন তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল কারণ বর্তমানে পৃথক দু’টি প্রসঙ্গে শিরোনামে এসেছে উত্তরবঙ্গ। প্রথমত, বিজেপি সাংসদের ‘বঙ্গভঙ্গের’ দাবি। দ্বিতীয়ত, একাধিক নারী নির্যাতনের ঘটনার জেরে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে সুর সপ্তমে থাকা রাজ্যপাল কি তবে এ বার এই ঘটনাগুলি নিয়েও সরব হবেন? সম্পূর্ণ ছবিটা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment