রাজ্যে কমে আসছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে কমছে মৃত্যুও। অতিমারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। একাধিক জেলায় সংক্রমণের হারও নিম্নমুখী। দীর্ঘদিন বাদে কোনও জেলাতেই মৃত্যু দুই অঙ্ক পেরোয়নি। সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে।
রবিবার করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত কমে হয়েছে ২ হাজারের সামান্য বেশি। স্বস্তি দিয়ে মৃত্যুও কমছে। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভিটির হার ৪ শতাংশেরও কম। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৪। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪৮৬ জন।
শেষ একদিনে মৃত্যু হয়েছে ৫৩ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৫৫। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে মাত্র ৩ জন। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ১৬ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ৯৯৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।
Be the first to comment