ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশগুলি দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করেছিল রাজ্য সরকার। তবে সেই আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে গত শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানায় রাজ্য সরকার। সেই আবেদন খারিজ করে আদালত বলে, নিজেদের তদন্তের রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে জমা দিতে পারে। আমরা আমাদের দেওয়া রায় পুনর্বিবেচনা করতে বসিনি এখানে। আপনাদের আবেদন খারিজ করা হল। এর জেরে এই মামমলায় আরও অস্বস্তিতে রাজ্য।
এদিকে আগের রায়কে পুনর্বিবেচনা করার আবেদন জানানোয় নতুন করে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। আদালতের বক্তব্য, ‘জাতীয় কমিশনে ৫৪১টি অভিযোগ জমা পড়েছে। তবে রাজ্য কমিশনের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। এমন পরিস্থিতি কেন তৈরি হবে। এটা খুব উদ্বেগজনক।’ এদিন আদালতে রাজ্য সরকারের তরফে ভোট পরবর্তী হিংসা নিয়ে নেওয়া পদক্ষেপের তালিকা দেওয়া হয়। তখন বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, ‘এসব কিছুই দেখতে চাই না। যেভাবে তদন্ত হয়েছে সেটা সঠিক নয়। আপনারা অভিযোগকারীদের বক্তব্যই শুনছেন না। রাজ্যের আশ্বাসে আদালত ভরসা রাখতে পারছে না। আগের নির্দেশই বহাল থাকবে।’
এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনকে। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট পেশ করতে বলেছিল কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ। নির্দেশে জানানো হয়েছিল, রাজ্যের পরিস্থিতি ঘুরে দেখে মানবাধিকার কমিশন রিপোর্ট দেবে আদালতকে।
Be the first to comment