সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হয়েছে প্রশাসনের তরফে। তবে সেসব মামলাকে পাত্তা দিতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা। এই আবহে এবার রাজ্যের বিরুদ্ধে পালটা মামলা করার পথে হাঁটতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের বিভিন্ন জায়গায় মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলনেতা। রাজ্যের কয়েকজন আইসি এবং পুলিশ সুপারের বিরুদ্ধে মূল অভিযোগ শুভেন্দুর। এই মামলা দায়েরের লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে আলোচনাও করেছেন শুভেন্দু অধিকারী।
এদিকে রাজ্য রাজনীতি এমনিতেই সরগরম নন্দীগ্রামের ভোটের পুনর্গণনা মামলা নিয়ে। সেই মামলার প্রেক্ষিতে বলতে গিয়ে দিলীপ ঘোষও একবার ইঙ্গিত দিয়েছিলেন যে, বিজেপি পালটা মামলা করার পথে হাঁটতে চলেছে। জানা গিয়েছে প্রায় ৫০টি আসনে পুনর্গণনা করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হবে বিজেপি। পাশাপাশি এবার রাজ্যজুড়ে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করা হচ্ছে, এই অভিযোগে মামলা দায়ের করা হবে বলে খবর।
এই বিষয়ে শুভেন্দু একটি টুইট করে লিখেছেন, ‘ভোট পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। এই অবস্থায় এসপি , আইসি-দের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলার প্রস্তুতি নিতে এক ঝাঁক আইনজীবীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।’
Be the first to comment