করোনাকালে মানুষের মনে বিশ্বাস জাগিয়েছে যোগ। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস হিসবে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমনমন্ত্রী বলেন, করোনার বিরুদ্ধে যখন কোনও দেশ তৈরি ছিল না, তখন আমাদের দেশে যোগ মানুষের মনে শক্তি যুগিয়েছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘যোগ যে শুধু শারীরিক সুস্থতা বাড়ায়, এমন নয়। এটি মানসিক সাস্থ্যের খেয়াল রাখে।’
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আজ যখন গোটা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, তখন যোগব্যায়াম একটি আশার আলো হয়ে উঠে এসেছে। যোগ ব্যায়াম আত্ম-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে, এটি মানুষের মনে বিশ্বাস জাগিয়ে তোলে যে তারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। ফ্রন্টলাইন যোদ্ধারা আমাকে বলেছিলেন যে তাঁরা যোগ ব্যায়ামকে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার বানিয়েছেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘চিকিৎসকরাও আজ রোগীদের সুস্থ করতে যোগব্যায়ামের পরামর্শ দিচ্ছেন। হাসপাতালে চিকিৎসক, নার্সরা অনুলোম বিলোম শেখাচ্ছেন, এমন দৃশ্যও দেখা গিয়েছে। বিশ্বমানের বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অনুশীলনগুলি শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াকে আরও ভাল করে তোলে।’
এর আগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় আয়ুষ মন্ত্রক এবং আন্তর্জাতিক যোগ দিবসের জন্য তৈরি নোডাল মন্ত্রালয় একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, যোগ ব্যায়াম এমন একটি শরীরচর্চা যার মাধ্যে সার্বিক বৃদ্ধি সম্ভব হয়। আর এর জন্য আন্তর্জাতিক যোগ দিবসের নানা রকমের কার্যক্রম রাখা হয়েছে।
প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। ২০১৪ সালে সর্বসম্মতিক্রমে এটিকে আন্তর্জাতিক স্তরে গ্রহণ করা হয়েছে। ১৭৭টি দেশ এই প্রস্তাবে সম্মতি পোষণ করেছিল। রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইটেও এ বছরের যোগ দিবসের থিম হিসেবে বলা হয়েছে, ‘সুস্থতার জন্য যোগ ব্যায়াম।’ সেইসঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকতে যোগ ব্যায়াম কীভাবে সাহায্য করে তাও উল্লেখ করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইটে।
Be the first to comment