আবারও দিল্লিতে ডেকে পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়ে আজই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু। বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুভেন্দুর ফের দিল্লি সফর ঘিরে জোরদার চর্চা রাজ্য রাজনীতিতে। সম্প্রতি দিল্লি গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এদিকে, তার কিছুদিনি আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু। এই কয়েকদিনের ব্যবধানে ফের শুভেন্দুর দিল্লি যাত্রা ঘিরে বাড়ছে জল্পনা।
এর আগে দিল্লি সফরে গিয়ে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু টুইটারে লিখেছিলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলাম। অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। বাংলার মানুষের জন্য আশীর্বাদ চেয়েছি’। সূত্রের খবর, আগামী দিনে বাংলায় বিজেপি কোন দিকে এগোবে, তা নিয়ে আলোচনা করতেই শুভেন্দুকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। সেই সঙ্গে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়ছিল বলে খবর।
এদিকে, সদ্য দিল্লি থেকে ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের দিল্লি সফর থেকে ফেরার পরপরই শুভেন্দুকে যেভাবে জরুরি ভিত্তিতে তলব করল BJP কেন্দ্রীয় নেতৃত্ব, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
Be the first to comment