প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ‘ব্যক্তিগত’ ইচ্ছাকে সম্মান জানিয়েও ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে চায় দক্ষিণ কলকাতার কংগ্রেস।
সম্প্রতি অধীর ভবানীপুর আসনে প্রার্থী না দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। বিধানসভা ভোটে বিপর্যয়ের কারণ জানতে গত শনিবার রাজ্যের নেতাদের নিয়ে বিধান ভবনে বৈঠক করেন তিনি। তার পরেই অধীর বলেছিলেন, ‘‘এআইসিসি নেতৃত্বকে জানাইনি। এটা আমার ব্যক্তিগত মত যে, একজন তো মুখ্যমন্ত্রী হয়েই আছেন। কংগ্রেস প্রার্থী না দিলেও লড়াইয়ের অন্য ক্ষেত্র তো রয়েছেই।’’
কিন্তু সভাপতির ‘ব্যক্তিগত’ অভিমত সত্ত্বেও উপনির্বাচনে তৃণমূল নেত্রীকে খোলা ময়দান ছাড়তে নারাজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্ব।
Be the first to comment