বিধানসভা নির্বাচনের জন্য দীর্ঘ বিরতির পরে রাজ্য বিজেপি-র কার্যকারিণী বৈঠক হতে চলেছে ২৯ জুন।
বিজেপি সূত্রের খবর বিজেপি-র সংবিধান অনুসারে ওই বৈঠকে প্রধান বক্তাদের তালিকায় থাকতে পারেন বিধানসভার বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রথম প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি। ফলে এই প্রথম পদাধিকার বলে ওই বৈঠকে বক্তা হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কার্যকারিণী বৈঠকে সাধারণত দলের কোনও সাংগঠনিক রদবদলের সিদ্ধান্ত হয় না। তবে নেতৃত্ব চাইলে কোনও বিশেষ ঘোষণা করতে পারেন। বিজেপি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার পরে দলীয় সংগঠনের যে বিপর্যস্ত চেহারা, তার মেরামতি এবং পরবর্তী কর্মসূচি ঠিক করাই হবে এই বৈঠকের মূল আলোচ্য।
Be the first to comment