মগরার কুন্তিঘাট রেয়ন কারখানায় গিয়ে কাজ বন্ধের নোটিস দেখতে পান শ্রমিকরা। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ২৯০০ শ্রমিক। অভিযোগ, প্রথম লকডাউন থেকেই কারখানায় নানা ধরনের অসুবিধা চলছিল। শ্রমিকরা ঠিকমতো বেতন পাচ্ছিলেন না। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। তারপরেও কোনও মতে চলছিল কারখানা। কর্তৃপক্ষের দাবি লকডাউনের কারণে কাচামাল মিলছে না। ব্যবসায় লাভও নেই। তাই কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সমস্যার সমাধান চেয়ে শীঘ্রই সরকারের দ্বারস্থ হতে চলেছে কারখানার শ্রমিক সংগঠনগুলো।
Be the first to comment