এই প্রথম দেশে করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। মধ্যপ্রদেশে ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঊজ্জয়ন এলাকায় এক মৃত মহিলার দেহের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে তিনি করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, মধ্যপ্রদেশে মোট পাঁচজনের শরীরে করোনার এই নয়া প্রজাতির হদিশ মিলেছে। জানা যাচ্ছে, গত ২৩ মে পতিদার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়। ভোপালের একটি ল্যাবের তাঁর দেহের নমুনা পাঠানো হয়েছিল। সেখানেই পরীক্ষা করে দেখা গিয়েছে যে, ওই মহিলা ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।
Be the first to comment