টিকার দৈনিক হার বৃদ্ধির দাবিতে মোদী সরকারকে চাপে রাখার বার্তা সোনিয়ার

Spread the love

টিকা দেওয়ার দৈনিক হার বৃদ্ধির দাবিতে এবার কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টির পথে হাঁটবে কংগ্রেস। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এব্য়াপারে কেন্দ্রের মোদী সরকারকে চাপ দেওয়ার জন্য় কংগ্রেসের নেতা কর্মীদের বার্তা দিয়েছেন। পাশাপাশি ২০২১য়ের মধ্যে অন্তত ৭৫ শতাংশ মানুষকে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করার দাবি তুলেছে কংগ্রেস।

সম্প্রতি দলের সাধারণ সম্পাদক ও রাজ্য নেতৃত্বের সঙ্গে সোনিয়া গান্ধী একটি বৈঠক করেন। সকলের টিকাকরণ সম্পূর্ণ করাটা নিশ্চিত করার জন্য কংগ্রেসকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ তিনি দেন। ভ্যাকসিন না নেওয়া নিয়ে যাবতীয় অনীহা কাটিয়ে ওঠার ব্যাপারেও নির্দেশ দেন তিনি। 

সোনিয়া জানিয়েছেন,’সকলেই যাতে টিকা পান সেটা দেখার জন্য দলেরও সক্রিয় ভূমিকা থাকা দরকার। চলতি বছরের শেষের মধ্যে যাতে ৭৫ শতাংশ মানুষ টিকা পান সেটা নিশ্চিত করা দরকার। তবে সবটাই নির্ভর করেছে টিকার যোগানের উপর। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর ক্রমাগত চাপ দেওয়া দরকার। ভ্যাকসিনের অপচয় যাতে বন্ধ হয় এটাও দেখতে হবে। করোনার তৃতীয় ঢেউ রুখতে আমাদের সবরকমভাবে প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় ঢেউতে প্রচুর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেকথা মাথায় রেখে তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।’

পাশাপাশি পেট্রল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয়েছেন তিনি। এব্যাপারে আগামীদিনে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*