বিশ্বমঞ্চে ভারত বদনাম হয়েছে, কাশ্মীরের ‘স্বাধীনতা’ ইস্যুতে মোদীকে তোপ মমতার

Spread the love

কাশ্মীরের থেকে রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গে প্রথম থেকেই কেন্দ্রের বিরোধিতা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে ফারুক আবদুল্লাহর মতো নেতার সঙ্গে নিজের সহমর্মিতাও প্রকাশ করেন মমতা। এদিন সেই কাশ্মীর প্রসঙ্গেই প্রশ্ন করা হলে ফের এখবার মোদী সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর দাবি, কাশ্মীর নিয়ে কেন্দ্রের একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে বিশ্বমঞ্চে ভারতের নাম খারাপ হয়েছে।

এদিন কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এই বিষয়ে খুব একটা অবগত নই, তাই আমি কোনও মন্তব্য করতে পারব না।’ এরপরই মমতা বলেন, ‘কাশ্মীর থেকে রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়ার কী প্রয়োজন ছিল? কোভিড মোকাবিলার মতো কাশ্মীর ইস্যুতেও মোদী সরকারের সমালোচনা হয়েছে।’ এরপর তিনি আরও বলেন, ‘যদি মানুষের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়, তাহলে সবকিছুই শেষ হয়ে যায়। দেশের কোনও অর্থই থাকে না। এই একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে বিশ্বমঞ্চে ভারতের নাম খারাপ হয়েছে।’

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের ১৪ জন নেতার সঙ্গে আজ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এটিই রাজনৈতিক স্তরে সবথেকে বড় বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, এবং পিএমও অফিসের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*