গত তিন দিন ধরেই দেশে দৈনিক মৃত্যু কমবেশি একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জন রোগীর। গোটা অতিমারী পর্বে দেশে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০ জন। দৈনিক আক্রান্ত এবং মৃত্যু একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ১৪ হাজারের বেশি কমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন।
দেশের মধ্যে ৫/৬টি রাজ্যে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। এ গুলি হল মহারাষ্ট্র (৯,৮৪৪), কেরল (১২,০৭৮), তামিলনাড়ু (৬,১৬২), অন্ধ্রপ্রদেশ (৪,৯৮১), কর্নাটক (৩,৯৭৯) এবং ওড়িশা (৩,৬৫০)। অসমেও আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য তা দু’হাজারের নীচে নেমেছে। তেলঙ্গানায় তা ১ হাজারের বেশি। বাকি রাজ্যগুলিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-এর নীচে রয়েছে।
Be the first to comment