সাঁতরাগাছিতে এক রেলকর্মীর ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চলল। তারপর উধাও হয়ে গেল দুষ্কৃতীরা। এই শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে আবাসনে। সাঁতরাগাছি ঝিল লাগোয়া একটি আবাসনের তিন তলার এক রেলকর্মীর ফ্ল্যাট লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানো হয়। কে বা কারা গুলি চালালো? কেন গুলি চালালো? তা নিয়ে ধন্দে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ওই আবাসনটির নাম স্যাংচুয়ারি ভিউ। তার তিন তলায় থাকেন এস কে বেহরা নামে এক রেলকর্মী। তাঁর ফ্ল্যাটের সামনে গুলি চলে। অন্তত দু’রাউন্ড গুলি চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁতরাগাছি থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যারা গুলি চালিয়েছে তাদের এখনও পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। ফলে চাপা আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পিছনে কি উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ওই রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেলের কাজ পাওয়াকে কেন্দ্র করেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে তাঁকে যে ভয় দেখানো হচ্ছে বেহরা আগেই পুলিশে অভিযোগ করেছিলেন। একটি বিশেষ গ্যাং এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
Be the first to comment