ভুয়ো ভ্যাকসিন নিয়ে সিবিআই তদন্তের দাবি দিলীপ ঘোষের

Spread the love

‘রাজ্যে ভ্যাকসিন নিয়ে কালোবাজারি চলছে। আমরা সিবিআই তদন্ত চাইছি। সিবিআই তদন্ত হলেই সব বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার ভ্যাকসিন পাঠাচ্ছে আর রাজ্যের নেতা-মন্ত্রীরা তা বিক্রি করে দিচ্ছেন। রাজ্যে ভ্যাকসিন নিয়ে অরাজকতা চলছে।’’ কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের এভবেই তোপ দেগে সিবিআই তদন্তের দাবি জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷

এদিন জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি ৷ এদিন জলপাইগুড়িতে কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সেখানেই কসবায় ভুয়ো টিকাকরণ ক্যাম্পের প্রসঙ্গ উঠলে সিবিআই তদন্তের দাবি শোনা যায় দিলীপবাবুর গলায় ৷ এর আগে তিনি ওই ভুয়ো ক্যাম্পে সাংসদ মিমি চক্রবর্তী-সহ তৃণমূল নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেন ৷

পাশাপাশি এদিন জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র খোলা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি ৷ দিলীপবাবু বলেন, ‘’উত্তরবঙ্গ বঞ্চিত, তাই এলাকার জনপ্রতিনিধিরা আলাদা রাজ্যের কথা বলছেন । তাঁরা তা বলতেই পারেন । কিন্তু বিজেপির কোনও অ্যাজেন্ডা নেই ৷ তিনবিঘা দিবস পালন করার জন্য এখানে এসেছি । তাড়াছা সামনে পুরসভা ভোট রয়েছে । নেতাদের সঙ্গে সব বিষয়ে পর্যালোচনা হবে । আমরা বিধানসভা নির্বাচনে সব পুরসভাতেই এগিয়ে আছি । আমাদের কার্যকর্তাদের শিক্ষণ শিবির রয়েছে চ্যারাবান্ধাতে ৷ সেখানেই সব বিষয়ে আলোচনা হবে ।’’

এ-প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদ আরও বলেন, “আমরা রাজ্যভাগের বিরুদ্ধে । দার্জিলিংয়ের সমস্যার সমাধান চাইছি কিন্তু রাজ্য সরকার চাইছে না । জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র খোলার জন্য উদ্যোগী হলেও রাজ্য সরকার সহযোগিতা করছে না ৷” শিলিগুড়ি থেকে এদিন জলপাইগুড়িতে আসেন দিলীপ ৷ এখানে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছেন তিনি ৷ জলপাইগুড়ির কর্মসূচি শেষ করে চ্যারাবান্ধার উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*