অসুস্থ অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ৷ গতকাল ভোর রাত থেকে তাঁর পেটে যন্ত্রণা এবং ব্লাড প্রেসার কমে যায় বলে খবর ৷ যদিও এর সঙ্গে ভুয়ো টিকা দেওয়ার ব্যাপার আছে কি না তা স্পষ্ট নয় ৷ এদিকে, ভুয়ো টিকার কাণ্ডারী দেবাঞ্জন দেবের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ করলেন আরেক অভিনেত্রী লাভলি মৈত্র ৷ পাশাপাশি, সোনারপুরের যে বাসিন্দারা দেবাঞ্জনের ফাঁদে পা দিয়ে ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি ৷
দিন তিনেক আগেই সাংসদ-অভিনেত্রী মিমির অভিযোগের ভিত্তিতে ভ্যাকসিন কেলেঙ্কারি সামনে আসে ৷ সামনে আসে দেবাঞ্জন দেব নামে প্রতারিতের নামও ৷ ততক্ষণে মিমিকে পাউডার মেশানো জল ইঞ্জেকশনে ভরে শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্প ৷ তারপর থেকেই আর পাঁচজন সাধারণ মানুষের মতো আতঙ্কে ছিলেন অভিনেত্রী ৷ এরপর আজ ভোর থেকে অসুস্থ হন ৷ ডি-হাইড্রেশনে শরীর অসুস্থ হয়ে যায় ৷ তড়িঘড়ি চিকিৎসককে খবর দেওয়া হয় ৷ আপাতত তাঁকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন মিমির চিকিৎসকরা ৷ যদিও, কী থেকে এই সংক্রমণ তা নিয়ে নিশ্চিত নন মিমি বা চিকিৎসক কেউই ৷
তবে শুধু মিমি নন, দেবাঞ্জনের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন আরেক অভিনেত্রী সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ৷ লাভলিকে পাশে নিয়ে ঘটা করে ভ্যাকসিন কেন্দ্রের উদ্বোধন করেছিল দেবাঞ্জন ৷ প্রতারিত লাভলি কিছু বুঝতে না পেরেই দেবাঞ্জনের কাজকে ‘মহান’ বলে রীতিমতো ফ্যাঁসাদে পড়েছিলেন অভিনেত্রী ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি ৷ শুধু তাই নয় ৷ প্রশাসন যাতে ভুয়ো, প্রতারকের বিরুদ্ধে পদক্ষেপ করে সেই আবেদনও জানিয়েছেন তিনি ৷
Be the first to comment