দিলীপ ঘোষরাই পরিকল্পনা করে ভ্যাকসিন জালিয়াতি করিয়েছেনঃ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Spread the love

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে এখন রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার পাল্টা দিলীপ ঘোষ এবং বিজেপির বিরুদ্ধে ভ্যাকসিন কাণ্ডের ‘পরিকল্পনা’ করার অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তার জেরে রাজ্য–রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠল।

শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো দাবি করেন, ‘‌দিলীপ ঘোষরাই পরিকল্পনা করে ভ্যাকসিন জালিয়াতি করিয়েছেন। ভ্যাকসিন কাণ্ডে সঠিক তদন্ত চলছে। আমার মনে হয়, দিলীপ ঘোষ এবং বিজেপির লোকেরাই পরিকল্পনা করে সমস্ত কাজ করিয়েছে। দিলীপ ঘোষের লোকেদের সঙ্গে কারও না কারও আঁতাত রয়েছে। এসব বিজেপি থেকে পরিকল্পনা করে করছে।’‌

এদিনই শিলিগুড়ি থেকে কসবা ভ্যাকসিন কাণ্ডে তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীদের দিকে আঙুল তোলেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, ‘‌ভ্যাকসিন কাণ্ডে ধৃতকে সরকার নিরাপত্তা দিয়েছে। সবাই চিনতেন। ফটোও আছে। ধরা পড়ে গেলে একটা তদন্ত কমিশন গড়ে দায় সাড়া হচ্ছে। এই ঘটনায় তো কলকাতা পুরসভাও জড়িত। অথচ এখন নেতারা বলছেন চিনি না। রাজ্য চাইলে এই ঘটনার তদন্ত সিবিআই দিয়ে করাতে পারত।’‌

তারপরই বিজেপির সিবিআই তদন্তের দাবি নিয়ে আইনজীবী–সাংসদ বলেন, ‘‌অশিক্ষিত লোক যখন সাংসদ হয়, দলের সভাপতি হয় তখন এই সমস্ত কথাবার্তা বলে। কারণ আইনটা জানে না। রাজ্য সরকার কোন জায়গায় তদন্ত করতে পারে, কোন জায়গায় সিবিআই তদন্ত করতে পারে, এসব আইন জানা নেই। তাই সিবিআই তদন্তের কথা বলছে।’‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*