আমি, আমার মা নিয়েছি, আপনারাও নিন; টিকা নিয়ে দেশবাসীকে অভয় প্রধানমন্ত্রী মোদীর

Spread the love

টিকা নিতে এখনও বিভ্রান্ত দেশের বহু মানুষ। টিকা নিয়ে সংশয়ের জেরে সবাই টিকা নিতেও চাইছেন না। মানুষের মন থেকে সেই ভয় দূরে সরাতে এদিন মন কি বাত অনুষ্ঠানে নিজের এবং নিজের মায়ের উদাহরণ তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী। সবাইকে বিজ্ঞানের উপর ভরসা রাখতে বলেন প্রধানমন্ত্রী।

‘২১ জুন দেশে ৮৬ লক্ষের থেকে বেশি মানুষকে বিনামূল্যে টিকা দিয়ে রেকর্ড গড়ে। একবছর আগে প্রশ্ন ছিল যে টিকা কবে আসবে। আর আজ আমরা মেড ইন ইন্ডি ভ্যাকসিন বিনামূল্যে দেশকে দিতে পারছি।’ এরপরই মধ্যপ্রদেশের বেতুল জেলার এক গ্রামবাসীর সঙ্গে ফোনে কথা বলেন। সেই ব্যক্তি প্রধানমন্ত্রীকে জানান, অনেকেই রয়েছেন যাঁরা দাবি করছেন যে করোনা টিকা নেওয়ার জেরে মৃত্যু হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁকে পালটা জিজ্ঞেস করেন, ‘আপনি টিকা নিয়েছেন?’ সেই ব্যক্তি জানান, তিনি নেননি, টিকা নেওয়ার বিষয়ে তাঁর মনে সংশয় রয়েছে। এরপর সেই ব্যক্তিকে টিকা নিয়ে বিভ্রান্ত হতে বারণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী টিকা নিয়ে আশ্বস্ত করতে নিজের মায়ের উদাহরণ টেনে আনেন। জানান যে তিনি নিজেও টিকা নিয়েছেন। মোদী দাবি করেন, করোনাকে ঠেকাতে টিকার বিকল্প নেই। বলেন, ‘আমার বৃদ্ধা মা টিকার দুটি ডোজই নিয়েছেন। আমিও নিয়েছি। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে যা ইচ্ছে করতে দিন। আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে তখনই মোকাবিলা করতে পারব যখন আমরা টিকা নেব এবং কোভিড বিধি মেনে চলব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনুগ্রহ করে ভয় ছেড়ে দিন। টিকা নেওয়ার পর কখনও কারোর জ্বর আসতে পারে। সেটা মাত্র কয়েক ঘণ্টা থাকতে পারে। করোনা ঠেকাতে টিকার বিকল্প নেই। টিকা না নেওয়া খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি টিকা না নিলে শুধুমাত্র যে নিজের ক্ষতি করছেন তা নয়, নিজের পরিবারকেও ঝুঁকির মুখে ফেলছেন।’

মোদী আরও বলেন, ‘করোনার বিরুদ্ধে দেশবাসীর লড়াই জারি রয়েছে। এই লড়াই চলাকালীন আমরা অনেক মাইল ফলক ছুঁয়েছি। আমাদের বিজ্ঞানীদের উপর ভরসা রাখুন। কোনও নেতিবাচক বিভ্রান্তিকর কথায় যেন আমরা কান না দেই।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*