অতিরিক্ত সময়ের গোলে ইউরো কোয়ার্টার ফাইনালে ইতালি

Spread the love

ইউরো ২০২০-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো ইতালি ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৯৫ মিনিটে ভাঙলো ডেড লক ৷ ইতালির হয়ে গোল করলেন ফ্রেডরিকো কিয়েজা ৷ তবে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পাশাপাশি আরও একটি রেকর্ড গড়লো আজুরিরা ৷ ১৯ ঘণ্টার বেশি সময়ের পর প্রথম ইতালির জালে বল জড়াল ৷ একইসঙ্গে টানা ১২টি ম্যাচে জয় তুলে নিল রবার্তো মানচিনির ছেলেরা ৷

গ্রুপ স্টেজে বিপক্ষের উপর কার্যত বুলডোজার চালানোর পর নকআউটে প্রথমবার কঠিন লড়াইয়ের সম্মুখীন হল ইতালি ৷ খেলার অতিরিক্ত সময়ে ২-১ গোলে অস্ট্রিয়াকে হারাল আজুরিরা ৷ পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে ৷ ম্যাচের অতিরিক্ত সময়ে ইতালির হয়ে দুটি গোলই করলেন পরিবর্ত ফুটবলাররা ৷ ওয়েম্বলি স্টেডিয়াম আরও একবার সাক্ষী থাকল রবার্তো মানচিনির অসাধারণ ট্যাকটিসের ৷ ‘‘আমাদের ফ্রেস খেলোয়াড় দরকার ছিল ৷ যাঁরা পরিবর্ত হিসেবে নামল, তাঁরা অসাধারণ’’ ম্যাচের পর এমনই মন্তব্য মানচিনির ৷

কোয়ার্টার ফাইনালে ইতালি মুখোমুখি হবে পর্তুগাল ও বেলজিয়াম ম্যাচের জয়ীর বিরুদ্ধে ৷ সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে মানচিনি বলছেন, ‘‘আসলে আমরা এই দু’জনকেই এড়াতে চেয়েছিলাম ৷ কিন্তু এটা এখন সম্ভব নয় ৷’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*