টিকা জালিয়াতি কান্ডে দেবাঞ্জন দেবের সঙ্গে প্রভাবশালী যোগ থাকার সূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি প্রকাশ্যে এসেছে, তাতে বিতর্ক আরও বেড়েছে। এরই মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (টুইট খোঁচা। ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনশন করে টুইটে তিনি দাবি করেছেন, প্যানডেমিক পারচেজ স্ক্যাম কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনতে হবে।
শুভেন্দু লিখেছেন, “২০০০ কোটি টাকার প্যানডেমিক পারচেজ স্ক্যাম কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনতে হবে রাজ্য সরকারকে। কেন এই রিপোর্ট লোকানো হচ্ছে?” পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দিকেও আঙুল তুলেছেন তিনি। কারণ ওই কমিটির নেতৃত্বে ছিলেন খোদ আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে ওই রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আলাপন ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত ও তার প্রেক্ষিতে রাজ্যের ‘জয়ের’ পর লক্ষ্যণীয়ভাবে সরাসরি আলাপন বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু-আলাপন কর্মক্ষেত্রে যোগ দীর্ঘদিনের। শুভেন্দু অধিকারী যখন রাজ্যের পরিবহণ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তখন পরিবহণ সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে দু’জনেরই পদ এখন বদলেছে।
Be the first to comment