জওয়ানের মৃত্যুর কড়া জবাব দিল ভারতীয় সেনাবাহিনী। ১৫ জন পাকিস্তানি রেঞ্জার্সকে গুলি করে মারল সেনা জওয়ানরা। সেই সঙ্গে ভেঙে দেওয়া হল পাকিস্তানি সেনা বাহিনীর ২টি পোস্টও। বুধবার জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙঘন করে পাকিস্তান। পাকিস্তানের স্নাইপারের গুলিতে শহিদ হন বাংলার মুর্শিদাবাদ জেলার বাঙালী সেনা জওয়ান রাধাপদ হাজরা। বিএসএফের হেড কনস্টেবল ছিলেন তিনি।
প্রসঙ্গত, বুধবার জওয়ান নিহত হওয়ার পর থেকেই জোর তল্লাশি শুরু করে সেনা বাহিনী। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। কিন্তু, শেষ পর্যন্ত ভারতীয় সেনা জওয়ানদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মোট ১৫ জন পাকিস্তানি রেঞ্জার্স। এদিকে বুধবার রাতেই সাম্বা সেক্টরের
আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের মর্টার পজিশনগুলিকে চিহ্নিত করা হয়। এরপর তাদের দুটি মর্টার পজিশন উড়িয়ে দেয় বিএসএফ।
Be the first to comment