ইউরো ২০২০ থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল ৷ রাউন্ড অফ সিক্সটিনে বেলজিয়ামের বিরুদ্ধে ১-০ গোলে হারতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলকে ৷ বেলজিয়ামের থরগন হ্যাজার্ড ম্যাচের একমাত্র গোলটি করেন ৷ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি ৷ আগামী ৩ জুলাই শুক্রবার ওই ম্যাচ রয়েছে ৷
প্রসঙ্গত, বেলজিয়ামের বিরুদ্ধে নক আউট পর্বের এই ম্যাচে প্রথম থেকেই কিছুটা ছন্নছাড়া দেখাচ্ছিল রোনাল্ডোদের ৷ এরই মধ্যে প্রথমার্ধের শেষের দিকে ৪২ মিনিটে হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় বেলজিয়াম ৷ ১-০ এগিয়ে থেকেই প্রথমার্ধের পর মাঠ ছাড়েন তাঁরা ৷ এর পর দ্বিতীয়ার্ধের আর কোনও গোল হয়নি ৷ কিন্তু, গোটা ম্যাচে গোল শোধ করার মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিল পর্তুগাল ৷ কিন্তু, বেলজিয়ামের রক্ষণকে ভাঙতে ব্যর্থ হয় পর্তুগিজরা ৷
৯০ মিনিটের শেষে ১-০ স্কোর লাইনে ম্যাচ শেষ করে দুই দল ৷ ফল, ইউরো ২০২০ থেকে এবারের মতো বিদায় নিতে হয় পর্তুগালকে ৷ তবে, প্রথমার্ধে একমাত্র গোল করার পর, বেলজিয়ামকে পুরোপুরি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় ৷ আর উল্টোদিকে এক গোল হজম করার পর ছটফট করতে থাকে পর্তুগাল ফুটবলাররা ৷ গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠেন রোনাল্ডোরা, পেপেরা ৷ তাঁরা গোল লক্ষ্য করে চারটে শট নিলেও বেলজিয়াম গোলকিপারের সামনে সেই সব শট প্রতিরোধ হয়ে যায় ৷ স্বাভাবিকভাবেই ম্যাচ হারার পর একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে ৷
আজ রাতে ইউরো ২০২০’র রাউন্ড অফ সিক্সটিনে স্পেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ৷ ২০১২ ইউরো চ্যাম্পিয়নদের তিকিতাকার সামনে ২০১৮ বিশ্বকাপের রানার্স আপদের লড়াই জমে উঠবে বলেই আশা করা যায় ৷ অন্যদিকে, ভারতীয় সময় মাঝরাতে রাউন্ড অফ সিক্সটিনের অপর ম্যাচ খেলতে নামবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ৷ গ্রিজম্যান, এমবাপে, বেঞ্জিমাদের প্রতিপক্ষ তুলনায় কম শক্তিশালী সুইৎজারল্যান্ড ৷
Be the first to comment