বজ্রাঘাতে মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যেই পরিবারকে সরকারি সাহায্য সায়ন্তিকার

Spread the love

বজ্রাঘাতে মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যেই মৃতদের পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দেওয়া হল ৷ বাঁকুড়ার রাজগ্রামে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সাহায্য তুলে দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷

বাঁকুড়ার রাজগ্রামে বাজে মৃত মাছ ব্যবসায়ী ভোলানাথ মল্লের পরিবারের হাতে সরকারিভাবে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে দু লক্ষ টাকা তুলে দেওয়া হল ৷ তৃণমূল রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আজ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সেই অর্থ তাঁদের হাতে তুলে দেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন প্রশাসনিক স্তরে বাঁকুড়া সদরের মহকুমাশাসক সুশান্ত কুমার ভক্ত, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া পৌর প্রশাসক অলকা সেন মজুমদার, জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া পৌর প্রশাসক অলকা সেন মজুমদারও ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকার পৃথক পৃথক দু’টি চেক তুলে দেন মৃতের পরিবারের হাতে।

প্রসঙ্গত, গত শনিবার বাজার থেকে মাছ বিক্রি করে বাইকে চড়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় বছর তিরিশের ভোলানাথ মল্ল নামে এক যুবকের। আজ তৃণমূল রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি দল দেখা করেন ভোলানাথ মল্লের পরিবারের সঙ্গে। তাদের হাতে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

চেক নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার । বিপদের সময় কিছুটা আর্থিক সাহায্য হাতে পেয়ে খুশি পরিবারের লোকজন। তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেছেন, “অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে এই পরিবারের, তা পূরণ করা কোনওভাবেই সম্ভব নয়। পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূল । যিনি মারা গিয়েছেন তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী ৷ তাঁর স্ত্রী মাধ্যমিক পাস ৷ তাই কোনওভাবে যদি তাঁকে কোনও কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, সে ব্যাপারে দলগতভাবে চেষ্টা করা হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*