বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়ছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ জারি থাকবে। তবে এবার রাজ্যে চালু করা হচ্ছে বাস পরিষেবা। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে। অটো ও টোটোও চালানো যাবে। পাশাপাশি রাজ্যে এবার দোকান-বাজার খোলার সময়সীমা বাড়ানো হল। তবে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধই থাকবে বলে জানান মমতা।
এদিন সেলুন ও বিউটি পার্লার খোলার ক্ষেত্রেও সোমবার ছাড়পত্র দেওয়া ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সমস্ত সেলুন ও বিউটি পার্লার খোলা যাবে। জিমও খোলা যাবে। কিন্তু তা সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা যাবে। সমস্ত দোকান সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত খুলে রাখা যাবে বলে ঘোষণা মমতার।
পাশাপাশি সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে সব্জি, মাছের দোকান। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাকি সমস্ত দোকান খোলা থাকবে। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেলুন খোলা থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ। এদিকে বিয়ের অনুষ্ঠানবাড়িতে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত অতিথি উপস্থিত থাকতে পারবেন বলে জানান মমতা। তবে সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন।
এছাড়া সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস খোলা থাকবে। তবে, এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা।
Be the first to comment