অসুস্থ কবীর সুমন, এসএসকেএমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি কবীর সুমন। সোমবার বিকেলে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন নবান্ন থেকে সরাসরি এসএসকেএম হাসপাতালে যান তিনি। প্রায় তিরিশ মিনিটের উপরে সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী।

রবিবার রাতেই জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের উডবার্নে ভর্তি হন সঙ্গীতশিল্পী কবীর সুমন। ইতিমধ্যেই তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। নমুনা নেওয়া হয়েছে করোনা পরীক্ষার জন্যও। আরটিপিসিআর রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। আপাতত তাঁদের পর্যবেক্ষণেই রয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, কবীর সুমনের জ্বর এবং যে রকম শ্বাসকষ্ট হচ্ছে তার সঙ্গে কোভিডের উপসর্গের সামঞ্জস্য রয়েছে। আপাতত অক্সিজেন চলছে তাঁর। প্রতি মিনিটে ৫ লিটার অক্সিজেন লাগছে। চেস্ট সিটি স্ক্যানও করতে চান চিকিৎসকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কবীর সুমন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সক্রিয় রাজনীতিতে আসেন তিনি। তৃণমূলের প্রতীকেই ভোটে জিতে ২০০৯ সালে সাংসদ হন যাদবপুরের। ৭১ বছর বয়স তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*