বুধবার আইনজীবীর মৃত্যুর কারনে তা পিছিয়ে গিয়েছিল। আর বৃহস্পতিবারও ঘোষণা হলো না সাজা। জানা গিয়েছে, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষীসাব্যস্ত লালুপ্রসাদ যাদবের সাজা ঘোষণা হবে শুক্রবার। এই মামলায় লালুপ্রসাদ যাদব ছাড়াও ১৫ জনের সাজা ঘোষণা হবে। এদিকে এদিন সাজা ঘোষণা প্রসঙ্গে বিচারপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, লালুর লোকেদের কাছ থেকে হুমকি ফোন পাচ্ছেন তিনি। কিন্তু বিচারকের সাফ কথা হুমকি দিয়ে কোনও লাভ হবে না, আইনের পথেই চলবেন তিনি।
প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গত ২৩ ডিসেম্বর দোষী সাব্যস্ত হন আরজেডি সুপ্রিমো। তিনি ছাড়াও এই মামলায় আরও ১৫ জনকে দোষীসাব্যস্ত করা হয়েছে। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পশুখাদ্যের নাম করে কোষাগার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে লালুপ্রসাদ যাদব সহ ১৬ জনের বিরুদ্ধে। এই মামলায় তাঁর সর্বোচ্চ সাজা হতে পারে ৭ বছরের সশ্রম কারাদন্ড। এর আগেও পশুখাদ্য সংক্রান্ত অন্য একটি মামলায় লালুপ্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাবাসের নির্দেশ দেয় সিবিআই আদালত। সেই মামলায় ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি।
Be the first to comment