নানা ঘটনার ঘনঘটা ৷ ক্ষণিকে ক্ষণিকে খেলার গতি প্রকৃতি পরিবর্তন ৷ কখনও স্পেনের পাল্লা ভারী তো কখনও ক্রোয়েশিয়ার ৷ তবে শেষ হাসি হাসল ২০১০-এর বিশ্বকাপজয়ীরা ৷ ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারাল স্পেন ৷ স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচে ৮ গোল ৷ পরিসংখ্যানবিদরা বলছেন এটাই শেষ ষোলোর লড়াইয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচ ৷ তবে এই ম্যাচ শুধুমাত্র পরিসংখ্যানে বিচার করা যাবে না ৷
অন্যদিকে ইউরোতে এক অনন্য রেকর্ড গড়ল স্পেন ৷ ইউরোপের সবথেকে বড় টুর্নামেন্টে প্রথম দল হিসেবে পরপর দুটি ম্যাচে বিপক্ষকে ৫টি করে গোল দিল লুই এনরিকের ছেলেরা ৷ এদিকে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচ ৷ ২০১৮ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন ৷ কিন্তু ইউরোর শেষ ষোলোয় অসাধারণ লড়াই করলেন, তবে ম্যাচের অতিরিক্ত সময়ে স্প্যানিশ আর্মাডার কাছে হার মানতে হল লুকার ক্রোয়েশিয়াকে ৷ যে লড়াইটা করল ক্রোয়েশিয়া, তাতে তাঁদের কুর্নিশ জানাতেই হবে ৷ একসময়ে ৩-১ গোলে পিছিয়ে থেকেও, শেষ ৮ মিনিটে ৩-৩ করে ক্রোয়েশিয়া ৷
যদিও খেলাটা শুরু হয়েছিল একেবারে অন্যভাবে ৷ যেখানে শুরু থকেই ক্রোয়েশিয়ানদের উপর ঝাঁপিয়ে পড়েন লুই এনরিকের ছেলেরা ৷ কিন্তু খেলার গতি প্রকৃতির বিরুদ্ধে, আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া ৷ পেড্রির আপাত নিরীহ ব্যাকপাস, যেভাবে স্পেনের গোলরক্ষক উনাই সিমোন মিস করলেন তাতে স্কুল পর্যায়ের গোলরক্ষকরাও লজ্জা পেতে পারেন ৷ তবে নিজের প্রথম ভুল থেকে শিক্ষা নিয়ে ম্যাচের বাকি সময়ে অসাধারণ গোল রক্ষণ করলেন উনাই ৷
১-০ গোলে পিছিয়ে পড়ে তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে স্পেন ৷ ফলও মেলে হাতেনাতে ৷ ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান পাবলো সারাবিয়া ৷ ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল করে স্পেন ৷ ৫৭ মিনিটে স্পেনের গোলদাতা সেজা অ্যাসপিলিকুয়েতা ৷ ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান টোরেস ৷ তবে এরপরই নাটকের শুরু ৷ চিত্রনাট্যের পটপরিবর্তন ৷ খেলার ৮৫ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ব্যবধান কমান মিসলাভ অরসিক ৷ এরপর খেলার অতিরিক্ত সময়ে গোল করে ক্রোয়েশিয়ানদের সমতায় ফেরান মারিও পালিক ৷
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে ৷ নিজের সমালোচকদের জবাব দিয়ে অসাধারণ গোল করেন অ্যালভারো মোরাতা ৷ কয়েকদিন গোলের মধ্যে ছিলেন না স্প্যানিশ স্ট্রাইকার ৷ তবে তাঁর উপর যে আস্থা লুই এনরিক রেখেছিলেন, তার যথার্থ সম্মান দিলেন মোরাতা। খেলার ১০০ মিনিটে তাঁর গোল নিসন্দেহে স্পেনকে অক্সিজেন দেয় ৷ এর ঠিক তিন মিনিট পরই মিকেল ওয়েরাজাবালের গোলে ক্রোয়েশিয়ানদের স্বপ্নভঙ্গ হয় ৷ কোয়ার্টার ফাইনালে সুইজারৎল্যান্ডের মুখোমুখি হবে লুই এনরিকের ছেলেরা ৷
Be the first to comment