১৭ অক্টোবর থেকে শুরু হবে T-20 বিশ্বকাপ, ঘোষণা ICC-র

Spread the love

১৭ অক্টোবর থেকেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বযুদ্ধ। সোমবার ভেন্যু চূড়ান্ত হওয়ার পরই মঙ্গলবার সূচিও ঘোষণা করল ICC। আরব আমিরশাহী ও ওমান মিলিয়ে হবে ম্যাচ ভেন্যু। ১৪ নভেম্বর T-20 বিশ্বকাপের ফাইনাল। করোনা পরিস্থিতিতে আইপিএল-এর পর T20 বিশ্বকাপ টুর্নামেন্টও ভারত থেকে সরিয়ে আরব আমিরশাহীতে করার সিদ্ধান্ত নেয় BCCI।

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হতে পারে টি-২০ বিশ্বকাপ। জানা গিয়েছে, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ১৬ দলের এই টুর্নামেন্ট চলবে।আইপিএল ফাইনালের পরই এই টুর্নামেন্ট শুরু হবে। প্রসঙ্গত, ১৫ অক্টোবর আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হতে চলেছে। এই টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ আগামী ১৭ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে।

এই টুর্নামেন্ট দুটো ভাগে খেলা হবে। একটা খেলবে সংযুক্ত আরব আমিরশাহীতে, আর অন্যটা খেলবে ওমানে।প্রথম রাউন্ডে রয়েছে ১২টি ম্যাচ। মোট আটটা দলের মধ্যে এই ম্যাচগুলো খেলা হবে। এরমধ্যে দুটো গ্রুপের সেরা চারটে দল শেষ ১২-র যোগ্যতা অর্জন করবে। এই আটটা দল হল – বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া গিনি। এই আটটা দলের মধ্যেই শেষ ১২-র লড়াই হবে।

সূত্র থেকে জানা গিয়েছে, সুপার ১২ পর্যায়ে মোট ৩০টি ম্যাচ খেলা হবে। এই রাউন্ড আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে। সুপার ১২ রাউন্ডে আবার দুটো গ্রুপ হবে। সেখানে প্রত্যেকটা গ্রুপে ৬টি করে দল থাকবে। তারা দুবাই, আবু ধাবি এবং শারজায় ম্যাচ খেলবে। এরপর তিনটে প্লে-অফ ম্যাচ খেলা হবে। তারপর দুটো সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে।

যেহেতু সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান মিলিয়ে প্রথম রাউন্ডের ম্যাচ আয়োজন করা হবে, সেক্ষেত্রে বিসিসিআই যথেষ্ট আত্মবিশ্বাসী যে সুপার ১২-য় সংযুক্ত আরব আমিরশাহীর প্রধান মাঠগুলোর উইকেট তারা পুনরায় ঠিকঠাক করে ফেলতে পারবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*