ঘাটতি দেখা দিয়েছে করোনা টিকার জোগানে। চাহিদা অনুযায়ী নাগরিকদের জন্য পর্যাপ্ত টিকা নেই হাতে। তাই আগামী দু’দিন কলকাতা পুরসভার অন্তর্গত সব জায়গায় শুধু দ্বিতীয় টিকাই দেওয়া হবে।
টিকা নিয়ে টানাপড়েনের মধ্যে ঘোষণা স্বাস্থ্যপরিষেবা বিভাগের ডিরেক্টর অজয় চক্রবর্তীর (ডিএইচএস)। তিনি জানিয়েছেন, জোগান স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত দ্বিতীয় টিকাকেই প্রাধান্য দেওয়া হবে।
শুধু তাই নয়, জোগান না থাকায় জেলাগুলিকেও হাতে থাকা টিকার ৫০ শতাংশ দ্বিতীয় টিকার জন্য সংরক্ষণ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএইচএস জানিয়েছেন, কলকাতা পুরসভা দ্রুত টিকাকরণ সেরে ফেলায় প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ঘাটতি সামাল দিতে আপাতত দ্বিতীয় টিকার উপরই জোর দেওয়া হচ্ছে।
Be the first to comment