১ জুলাই থেকে পথে বাস নামানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ছাড় মিললেও আদৌ কি রাস্তায় মিলবে বাস ? এই প্রশ্নই এখন নিত্যযাত্রীদের মধ্যে।
কারণ ভাড়া বৃদ্ধির দাবিতে এখনও অনড় বাস মালিক সংগঠনগুলি। একদিকে, প্রতিদিনই বাড়ছে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম। করোনার কোপে রোজগার বন্ধ হয়েছে বাস চালকদের।
জ্বালানির মূল্যবৃদ্ধি যেন মরার উপর খাঁড়ার ঘা। এমনটাই জানাচ্ছে মালিক সংগঠনগুলি। এর উপর ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো কার্যত অসম্ভব বলেই মনে করছেন তাঁরা। অবিলম্বে ভাড়া বৃদ্ধি না করলে পরিষেবা দেওয়া সম্ভব নয় বলেও অনড় তাঁরা।
Be the first to comment