আজকের দিন

Spread the love

প্রদীপ কুমার

(প্রদীপ বটব্যাল, ৪ জানুয়ারি ১৯২৫ – ২৭ অক্টোবর ২০০১)
বাংলা ও হিন্দি ছবির একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা ছিলেন। তিনি ১৯৫০ থেকে ১৯৬০ দশকে বাংলা তথা হিন্দি চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক ছিলেন।
প্রদীপ কুমার ১৭ বছর বয়সে অভিনয় শুরু করেন। তিনি বাংলা চলচ্চিত্রে তাঁর ফিল্ম ক্যারিয়ার শুরু করেন। বাংলা চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় পরিচালক দেবকি বোসের অলকানন্দা (১৯৪৭) এবং ৪২ (১৯৫১) এ।
এরপর প্রদীপ কুমার পরে বোম্বাই এবং ফিল্মিস্তান স্টুডিওতে স্থানান্তরিত হন এবং আনন্দ মঠ (১৯৫২) চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। তিনি বিনা রাই এর সাথে আনারকলিতে (১৯৫৩) এবং বৈজন্তিমালার সাথে নাগিনে (১৯৫৪) নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। দুটো সিনেমাই খুব জনপ্রিয় ছিল এবং সিনেমার গানগুলি ভীষণ জনপ্রিয় হয়েছিল। তিনি সাতটি সিনেমায় প্রখ্যাত অভিনেত্রী মিনা কুমারীর সঙ্গে এবং আটটি সিনেমায় মালা সিনহা্র সঙ্গে কাজ করেছিলেন নায়কের ভূমিকায়।
তিনি ১৯৯৯ সালে কলাকার পুরস্কার-লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন।
২৭ শে অক্টোবর, ২০০১ সালের কলকাতায় মৃত্যুবরণ করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

================================================================================

নিরুপা রায়

(৪ জানুয়ারি ১৯৩১ – ১৩ অক্টোবর ২০০৪)
একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতীয় মা’র চরিত্রের অভিনয়ে তিনি বেশি পরিচিত ছিলেন। তিনি প্রথম দিকে চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে ১৯৭০ ও ১৯৮০-এর দশকে মা’র ভূমিকা অভিনয় করতে শুরু করেন। তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন এবং ২৭৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৯৪৬ সালে অভিনেতাদের সন্ধানে একটি গুজরাটি পত্রিকায় বিজ্ঞাপন দেখে নিরূপা রায় এবং তাঁর স্বামী প্রতিক্রিয়া জানান। তিনি নির্বাচিত হন এবং গুজরাটের সিনেমা রণকদেবীতে তাঁর প্রথম আত্মপ্রকাশ। একই বছরে তিনি তাঁর প্রথম হিন্দি ফিল্ম অমর রাজের সাথে অভিনয় করেন। তাঁর জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিলো দো বিঘা জমি (১৯৫৩)। তিনি মূলত ১৯৪০ এবং ৫০ এর চলচ্চিত্রে পৌরাণিক চরিত্রে অভিনয় করেন।
১৯৭০-এর দশকে অমিতাভ বচ্চন এবং শশী কাপুরের মা হিসেবে তিনি অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন। দিওয়ার (১৯৭৫) সিনেমা তার মধ্যে শ্রেষ্ঠ। যা আজও দর্শকের মনে গেঁথে আছে।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

================================================================================

আাদিত্য পাঞ্চোলি

জন্মঃ ৪ জানুয়ারি, ১৯৬৫
তিনি একজন ভারতীয় চলচ্চিত্রভিনেতা, প্রযোজক, গায়ক। ইয়েস বস সিনেমায় ভালো অভিনয়ের জন্য বেস্ট পারফর্মেন্স ইন নেগেটিভ রোলের জন্য তাঁর নাম নমিনেশন হয়।

লড়াই, জাদুকর, আতিশ, জং, হামেশা, মুশাফির ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

================================================================================

জিভা

জন্মঃ ৪ জানুয়ারি, ১৯৮৪
অমর চৌধুরী নাম হলেও তিনি জিভা নামে পরিচিত। তিনি একজন অভিনেতা, গায়ক, প্রযোজক, মডেল, ডান্সার। তিনি তামিল সিনেমায় অভিনয় করেন। তিনি তাঁর বাবা প্রযোজক আর. বি. চৌধুরীর ছবিতেই প্রথম শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে পা রাখেন।

অ্যাসায় অ্যাসাইয়া, রাম, ডিসুম, ই, পরি, থামিজ, রামেশ্বরম, সিঙ্গমপুলি, কো, ননবন, ডেভিড, জিল্লা ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

তথ্য সংগ্রহেঃ রাজকুমার ঘোষ, মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*