মঙ্গলবার ভোটের পর বিজেপির প্রথম মেগা বৈঠকেই হারের ময়নাতদন্ত চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকে একাধিক ‘পরামর্শ’ দেন নন্দীগ্রামের বিধায়ক। যে যে আসনে বিজেপি পর্যুদস্ত হয়েছে, সেই আসনগুলি ধরে ধরে হারের কারণ পর্যালোচনার পক্ষে আজকের বৈঠকে তিনি সওয়াল করেছেন বলে খবর বিজেপি সূত্রে। একই সঙ্গে বড়, মেজো, ছোট সর্বস্তরের নেতাদের তিনি জানিয়েছেন, ভোটে নিজের কেন্দ্রে জিততেই হবে।
রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এছাড়াও অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তীর মতো উচ্চপদস্থ নেতারা হাজির ছিলেন সেই বৈঠকে। সেই বৈঠকে বাকিদের পাশাপাশি বক্তব্য রাখেন শুভেন্দুও। তিনি বলেন, একাধিক বিধানসভায় জয়ের উজ্জ্বল সম্ভাবনা সত্ত্বেও কেন বিজেপিকে ৭৭ আসনেই আটকে যেতে হল, তার কারণ খুঁজে বের করতে প্রতিটি বিধানসভা আসন ধরে ময়নাতদন্ত করা উচিত।
যদিও শুভেন্দুর এই বক্তব্যকে দাবি হিসেবে দেখতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। এই বক্তব্য নতুন করে কোনও সম্ভাবনা খোঁজার কিছু নেই বলে জানাচ্ছেন রাজ্য বিজেপির একাংশ। পাশাপাশি শুভেন্দু আরও একটি বিষয় আজকের বৈঠকে স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন কেউ যত বড় নেতা বা সংগঠকই হন না কেন, সবাইকে তাঁর নিজের কেন্দ্রে জয় সুনিশ্চিত করতে হবে। ছোট নেতাদের ক্ষেত্রে বুথে জয় সুনিশ্চিত করতে হবে বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন শুভেন্দু। তবেই বড় মাত্রায় সফল হওয়া যাবে, এবং আগামী সময় ক্ষমতা দখলের মাধ্যমে সাফল্যের বৃত্ত সম্পূর্ণ করা সম্ভব হবে।
Be the first to comment